পর্যটকের উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ

Slider ফুলজান বিবির বাংলা


গাজীপুর:পর্যটকের উপর হামলার ঘটনায় গ্রীন অরণ্য পার্ক এর তিনজনকে গ্রেফতার করেছে ভালুকা থানা পুলিশ।

আটককৃতরা হলেন, গ্রীন অরণ্য পার্কের কর্মচারী হাসান চৌধুরী, আতিয়ার রহমান ও আবু নাঈম।

বুধবার দুপুরে ভালুকা হবিরবাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ভালুকা মডেল থানার এস আই মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম দ্য ডিইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, হমলার ঘটনায় ভূক্তভোগী শাহজাহান মিয়া বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলা (১২) দায়ের করে।

হামলা ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রীন অরণ্য পার্কের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে।

মামলা সুত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের বাবুল মিয়ার ছেলে শাহজাহান মিয়া তার স্ত্রী ফাতেমা আক্তার নিশি, কন্যা আফরা, বোন জহুরা খাতুন, পরিবারের সদস্য হাফিজা ও তাসনিমকে নিয়ে ভালুকা উপজেলার গ্রীন অরণ্য পার্কে ঘুরতে যান। সেখানে গিয়ে টিকেট কেটে পার্কের সৌন্দর্য উপভোগ করেন। পরে সুয়িং রাইডে উঠার জন্য ৫টি টিকেট সংগ্রহ করে। সেখানে উঠতে না পারার জন্য প্রতিবাদ করায় রাইডের দায়িত্বে থাকা ব্যক্তি পর্যটক শাহজাহান মিয়াকে থাপ্পর মারে। পরে পরিবার নিয়ে পার্ক থেকে বের হওয়ার সময় কর্মচারীরা গাড়ির উপর হামলা করে। এসময় হামলাকারীরা গাড়ির গ্লাস ও দরজা ভাঙার চেষ্টা করেন। গাড়িতে থাকা শিশু ও নারীরা চিৎকার শুরু করলে আশাপাশের লোকজন এগিয়ে আসেন।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আলোচিত এ মামলার তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *