ইজতেমায় দেড়শ তোলা রুপা বা তার সমমূল্য অর্থের মোহরানায় ৭২টি বিয়ে

Slider গ্রাম বাংলা

Exif_JPEG_420

টঙ্গী: : বাবরের মতই এবার ইজতেমায় দেড়শ তোলা রুপা বা তার সমমূল্য অর্থের মোহরানায় যৌতুকবিহীন ৭২টি বিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার বাদ আসর ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিয়ে পড়ান দিল্লির মাওলানা জুহায়েরুল হাসান।

বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান।

এদিকে টঙ্গীর তুরাগতীরে চলছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। বুজুর্গ আলেম মাওলানা, শীর্ষ মুরব্বিদের বয়ান, নফল ইবাদত, তাসবিহ-তাহলিল ও জিকির-আসকারের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে ইজতেমার দ্বিতীয় দিন। এবার বিশ্ব ইজতেমা ময়দানের মূল বয়ানমঞ্চে যৌতুকবিহীন ৭২ জোড়া বিয়ে সম্পন্ন হয়েছে।

তাবলীগের রেওয়াজ অনুযায়ী বর-কনের সম্মতিতে এবং উভয়পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে ইজতেমার দ্বিতীয় দিন বাদ আসর যৌতুকবিহীন এ বিয়ে অনুষ্ঠিত হয়।

তিনি জানান, যৌতুকবিহীন বিয়েতে আগ্রহী বর-কনের আত্মীয়রা নাম লিপিবদ্ধের কাজ করেন। বাদ আসর ৭২ জোড়া যৌতুকবিহীন বিয়ে হয়েছে। এ সময় বর ও বর কনের আত্মীয়-স্বজন ইজতেমা ময়দানে উপস্থিত থাকেন। আর কনেরা নিজ বাসায় থেকে সম্মতি জ্ঞাপন করেন।

তিনি আরও জানান, বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহরে ফাতেমি’র নিয়মানুযায়ী। এতে মোহরানার পরিমাণ দেড়শ তোলা রুপা বা তার সমমূল্য অর্থ। বিয়ের পর নবদম্পত্তির সুখ-সমৃদ্ধি কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়। এ সময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খুরমা খেজুর ও মিষ্টি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *