তৃতীয় স্থান পাবার লড়াইয়ে ব্রাজিল ও নেদারল্যান্ডস

Slider খেলা গ্রাম বাংলা টপ নিউজ সারাবিশ্ব

 

53653_Worldcup
গ্রাম বাংলা ডেস্ক: আর দুই ঘন্টা পর  ব্রাসিলিয়ায় জাতীয় স্টেডিয়ামে ব্রাজিল আর নেদারল্যান্ডসের মধ্যে বিশ্বকাপ ২০১৪-র তৃতীয়স্থান নির্ধারণী প্লেঅফ ম্যাচ। শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

বিশ্বকাপ ফুটবলে স্বাগতিক ব্রাজিল এ যাবৎ পাঁচবার শিরোপা জিতেছে। নেদারল্যান্ডস একবারও শিরোপা জেতে নি – তবে ২০১০এর বিশ্বকাপসহ তিনবার ফাইনালে খেলেছে।
দুটি দেশই বিশ্ব ফুটবলের পরাশক্তি, দুটি দলই এবারের বিশ্বকাপ শুরু করেছিল চ্যাম্পিয়ন হবার স্বপ্ন নিয়ে। দুটি দলেই রয়েছেন পৃথিবীর সেরা খেলোয়াড়দের অনেকে।
বিশেষজ্ঞরা টুর্নামেন্ট শুরুর আগে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে যেসব দেশকে তালিকায় রেখেছিলেন, তার মধ্যে ব্রাজিল এবং নেদারল্যান্ডস উভয়েই ছিল। বিশেষ করে নেদারল্যান্ডস তাদের প্রথম ম্যাচেই ৫-১ গোলে গতবারের চ্যাম্পিয়ন স্পেনকে বিধ্বস্ত করে ইঙ্গিতও দিয়েছিল যে তারা এবার শিরোপা জেতার মানসিকতা নিয়েই ব্রাজিলে এসেছে।
কিন্তু তারা উভয়ে সেমিফাইনালে এসে হেরে যাওয়ায় শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে। ব্রাজিল ৭-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছে জার্মানির কাছে, আর নেদারল্যান্ডস পেনাল্টিতে হেরেছে আর্জেন্টিনার কাছে।
এখন তাদের নামতে হচ্ছে তৃতীয় স্থান পাবার লড়াইয়ে – যার কোনো দরকার আদৌ আছে কিনা এ প্রশ্ন অনেক ফুটবল বিশ্লেষকের।
১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে কোনো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ছিল না। এ পদ্ধতি চালু হয় পরের অর্থাৎ ১৯৩৪ সালের বিশ্বকাপে।
বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন বা রানার্স আপ হওয়া ছাড়াও শুধু সেমিফাইনালে খেলাটাই যে কোনো দেশের জন্য গর্বের বিষয়। সে কারণে অনেক বিশ্লেষক মনে করেন পরাজিত দুই সেমিফাইনালিস্টকে দিয়ে এই ‘তৃতীয় স্থান নির্ধারণী’ খেলার আসলে কোনো প্রয়োজন নেই। এই পদ্ধতি তুলে দেয়াই উচিত।
এমন কথা বলেছেল নেদারল্যান্ডসের কোচ লুই ভ্যান হালও। তিনি বলছেন, এর কোনো প্রাসঙ্গিকতা নেই, বিশ্বকাপে একটি দল শুধু একটি স্বপ্ন নিয়েই আসে আর তা হলো বিশ্বচ্যাম্পিয়ন হওয়া। কিন্তু এই তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ খেলার ঝুঁকিটা হলো, হয়তো আপনাকে সেমিফাইনালে হারার বেদনার পর আরো একটি পরাজয় বরণ করতে হতে পারে।
সেমিফাইনালে ৭-১ গোলে হারার পর ব্রাজিলের দলে সবার চোখে পড়েছিল থিয়াগো সিলভা এবং নেইমারের অনুপস্থিতি। আজকের ম্যাচে নেইমার খেলতে পারবেন না, তবে থিয়াগো সিলভাকে দেখা যাবে।
ডাচ দলে মেম্ফিস ডিপে, বা কাস-ইয়ান হান্টেলার প্রথম একাদশে থাকবেন বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *