নীলফামারী: ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে প্রভাবে তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের সবকটি জলকপাট (৪৪টি) খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (০৭ আগস্ট) সকাল থেকে পানির প্রবাহ বৃদ্ধি পেলেও দুপুরের পর তা কমতে থাকে।
বিকেল ৩টার দিকে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। (বিপদ সীমা ৪২.৪০মিটার)।
দুপুর ১২টায় ১০ সেন্টিমিটার, সকাল ৯টায় ও ৬ টায় বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় তিস্তায় পানি।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, উজানের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সুরত উজ জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
তবে নদীতে পানি বাড়লেও প্রভাব পড়েনি তিস্তা অববাহিকার গ্রামগুলোতে।
তিস্তার আশপাশ এলাকার মানুষরা সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।