সাভার: সাভারে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে রবিউল ইসলাম (১২) নামে এক ছাত্রকে হত্যা করা হয়েছে।
শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে সাভার পৌর এলাকার ছায়াবিথীর বালুর মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় জ্ঞান বিকাশ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র রাজবাড়ী জেলার গঙ্গারামপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
আতাউর রহমান জানান, বিকেলে স্থানীয় বালুর মাঠে ফুটবল খেলার কথা বলে রবিউলের ক’জন বন্ধু ডেকে নিয়ে যায়। পরে ফুটবল খেলা শেষে তারা তুচ্ছ ঘটনা নিয়ে শ্বাসরোধে হত্যা করে মাঠের পাশে একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা পুকুরের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে সাভার মডেল থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।