টঙ্গীতে প্রতিমন্ত্রীর আসনে নৌকা ছাড়া কিছু চলবে না বলে হুমকির অভিযোগ

Slider গ্রাম বাংলা

টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: প্রচারণার প্রথম দিনেই টঙ্গীর এরশাদ নগরে ঈগল প্রতীকের প্রার্থীর প্রচারণায় বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে। এসময় বার বার বাঁধা দেওয়ার এক পর্যয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।

সোমবার(১৮ ডিসেম্বর) রাত পৌনে আটটায় গাজীপুর সিটিকরপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড টঙ্গীর এরশাদ নগরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ফেসবুক লাইভ থেকে জানা যায়, ঈগল প্রতীকের প্রার্থী গাজীপুর মহানগর যুবলীগের জ্যেষ্ঠ আহবায়ক সাইফুল ইসলাম ঈগল প্রতীক পেয়ে প্রচারণা করতে করতে টঙ্গীর এরশাদ নগরে যায়। এসময় এক ব্যাক্তি তার সাথে হেন্ডশেক করতে এসে গালিগালাজ শুরু করে। প্রতিমন্ত্রীর আসনে নৌকা ছাড়া কিছু চলবে না বলে হুমকি দেয়। এক পর্যযায়ে বেশ কিছু লোক নৌকার স্লোগান দিয়ে ঈগল প্রতীকের প্রার্থীর গাড়ি ঘিরে ফেলে। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে ঈগল প্রতীকের গাড়ি বহর চলে যায়। এ নিয়ে এরশাদ নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে ঈগল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম বলেছেন, একজন মাতাল বার বার আমার প্রচারণায় বাঁধা দিতে ছিল। এক সময় আমার গাড়ি ঘিরে নৌকার মিছিল শুরু করে। নৌকার মিছিল থেকে প্রতিমন্ত্রীর আসনে নৌকা ছাড়া কিছুই চলবে না বলে হমকি দেয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শশক(তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, আমি শুনিনি। এরকম ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *