দিক পরিবর্তন করে তাইওয়ানে এগুচ্ছে ‘সুদেলর’

Slider সারাবিশ্ব

shoulor_BG_977693026ঢাকা: শুধু শক্তিশালী নয়, ইতোমধ্যে সুপার টাইফুনে পরিণত হওয়া ‘সুদেলর’ দিক পরিবর্তন করে তাইওয়ানের দিকে এগুচ্ছে। পূর্ব এশিয়ার দেশটিতে আঘাত হানার পর চীন ও জাপানের দক্ষিণাঞ্চলও এর তাণ্ডব থেকে বাদ পড়বেনা বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইটগুলো বলছে, প্রশান্ত মহাসাগরে উৎপন্ন টাইফুনটি গত সোমবার (০৩ আগস্ট) থেকে শক্তি বাড়াতে থাকে। প্রাথমিকভাবে ‘সুদেলর’র গতিপথ জাপান বলা হলেও বুধবার (০৫ আগস্ট) এর চোখ পরিবর্তন হয়ে তাইওয়ানের দিকে মোড় নিয়েছে। ‌এরপর এটি প্রথমে চীন ও পরবর্তীতে জাপানের দক্ষিণে আঘাত হানবে। ইতোমধ্যে ক্যাটাগরি ৫ টাইফুনে পরিণত হওয়া ‘সুদেলর’র প্রভাবে ওইসব অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত লক্ষ করা যাচ্ছে। সোমবারই বছরের শক্তিশালী ঝড়ে পরিণত হওয়া ‘সুদেলর’র গতিবেগ ছিল ঘণ্টায় ১৮০ মাইল। তবে তাইওয়ানে আঘাত হানার পূর্বে এটি আরো শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি ৩ বা ৪ হারিকেনে পরিণত হবে বলে জানিয়েছে যৌথ টাইফুন ওয়ার্নিং সেন্টার। shoulor_838778133আগামী শনিবার (০৮ আগস্ট) সকালে এটি তাইওয়ানের মূল ভূ-খণ্ডে আঘাত হানতে পারে। ওইদিন রাতেই এটি চীনে আঘাত হানবে। এর আগে গত রোববার (০২ আগস্ট ) উত্তরাঞ্চলীয় মারিয়া আইল্যান্ডে এটি আঘাত হানে। বাতাসে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৫০ মাইলের ওপরে হলে টাইফুনকে সুপার টাইফুন বলা হয়। গত ৬ মার্চ ভানুয়াতুতে সাইক্লোন ‘পাম’র আঘাতে ১৫ জনের প্রাণহানি হয়। যা এখন পর্যন্ত বছরের শক্তিশালী ঝড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *