পাচার বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ধীর গতি

Slider জাতীয়

photo_sm_861794365_353373977ঢাকা: সাগরপথে পাচার হওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার কাজ চলছে ধীর গতিতে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) বাংলানিউজকে জানিয়েছে, চলতি বছরে ১২ মে থেকে ৫ আগস্ট পর্যন্ত সমুদ্রপথে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও মায়ানমারে পাচার বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ১৫০১ জন। পাচার হওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার এ হার ৫০ শতাংশের চেয়ে বেশি। দেশে ফিরে আসার অপেক্ষায় এ দেশগুলোতে এখনও আছেন সনাক্ত হওয়া ১০৮৯ বাংলাদেশি। পররাষ্ট্র সচিব শহীদুল হক এ কথা স্বীকার করে বলেন, পাচার হওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কিছু সময় লাগছে। তাদের সনাক্ত করতে কিছুটা সময় লাগায় এমনটা হচ্ছে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতিদিনই কয়েকজন করে ফিরে আসছেন। মানবপাচার বন্ধ করা গেছে কিনা- এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে পাচার একেবারে বন্ধ হয়ে গেছে কিনা, এখনই তা বলা যাবে না। তাছাড়া এখন সমুদ্র উত্তাল রয়েছে। এ সময় সাধারণত সমুদ্রপথে পাচার বন্ধ থাকে। পাচার বাংলাদেশিদের ফিরিয়ে আনা বিষয়ে তথ্য জানিয়ে আইএমও’র বাংলাদেশের সিনিয়র প্রজেক্ট সমন্বয়কারী মোহাম্মদ শাকিল মনসুর বলেন, চারটি দেশে এ পর্যন্ত ২৫৯০ জনকে বাংলাদেশি হিসেবে সনাক্ত করা গেছে। এদের মধ্যে ইন্দোনেশিয়ায় ৭৮১ জন, মালয়েশিয়া ৭১৬, মায়ানমারে ৯৫১ জন ও থাইল্যান্ডে ১৪২ জন। এদের মধ্য থেকে দেশে ফিরেছেন মোট ১৫০১ জন। ফেরার অপেক্ষায় আছেন ১০৮৯ জন। চলতি সপ্তাহে আরও ১৫০ জনকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও তিনি জানান। মোহাম্মদ শাকিল মনসুর আরও জানান, পাচার হওয়াদের মিয়ানমার থেকে সড়ক পথে আনা হলেও, বাকি তিনটি দেশে থেকে বিমান পথে ফিরিয়ে আনা হচ্ছে। এ পর্যন্ত ফেরত আসাদের মধ্যে ১৮ বছরে নিচের ৭০ শিশুও রয়েছে। আইএমও’র ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর বলেন, পাচার হওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা নিয়ে প্রথম থেকেই আমি কক্সবাজার এলাকায় কাজ করে আসছি। আইনশৃঙ্খলা বাহিনী পাচার রোধে আগের চেয়ে যথেষ্ট সোচ্চার রয়েছে। বেশ কিছুদিনের মধ্যে নতুন কোনো পাচারের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *