এবার জিপিএ-৫ শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২০,৫৫০ জন

Slider জাতীয় শিক্ষা

hscচলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর পরীক্ষায় পাসের হার গতবারের চেয়ে খারাপ হয়েছে। পাশের হারের পাশাপাশি কমেছে জিপিএ ৫-এর সংখ্যাও। গত বছরের চেয়ে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৫৫০ জন কমেছে বলে জানা গেছে।

রবিবার সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে চলতি বছরের ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নেন। এ বছর জিপিএ ৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬ জন। কিন্তু গত বছর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫৮ হাজার ২৭৬ জন। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২০ হাজার ৫৫০ জন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, গতবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ। এবারের পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। দেখা যাচ্ছে, এবার ৫ দশমিক ৭৯ শতাংশ কম পাস করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *