বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরবর্তীতে ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেন তারা। জানা যায়, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন সেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র উপর একটি নিবন্ধ লিখেন। যা মঙ্গলবার দৈনিক ভোরের কাগজে প্রকাশিত হয়। পরে তা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুর্শিদুর রহমান আকন্দ ফেসবুকে শেয়ার করেন। আর তাতে কমেন্ট করে কবির মামু নামক ফেক আইডির মালিক সরকার ও রাজনীতি বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী শামসুল আলম। পরে বিষয়টি নিয়ে শাখা ছাত্রলীগের মধ্যে আলোচনা হয় এবং ছেলেটিকে সনাক্ত করা হয়। ফেইসবুকে তার কমেন্টটি ছিল এই রূপ ‘ভাই ভালো লিখছেন। বইটা পড়েছি। একটা সমস্যা হলো। শেখ হাসিনা এমন কোন ভালো মানুষ হয় নাই, যে তার কাছে আল্লাহর অভয় বাণী আসবে।’ এছাড়া তার বিগত দিনের কয়েকটি ফেসবুক পোস্টও আপত্তিকর বলে জানা যায়। এ ব্যাপারে মুর্শিদুর রহমান আকন্দ বলেন, আগস্টমাস শোকের মাস। তাই আমরা তাকে কোন মারধর করিনি। তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দিয়েছি। প্রশাসন ব্যবস্থা নেবে।’ এ বিষয়ে আল আমিন সেতু বলেন, ‘বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে কেউ আপত্তি কর কাজ করবে তা আমরা সহ্য করব না। আমরা শেখ হাসিনা ও সিদ্দিকী নাজমুল আলমের সৈনিক। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা বলেন, তাকে হলে রাখা নিরাপদ নয়। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। তার অভিভাবককে খবর দেয়ার প্রক্রিয়া চলছে।’