গাজীপুরে ২৮ অক্টোবর সমাবেশে যাওয়ার পথে গ্রেপ্তার বিএনপি নেতার কারাগারে মৃত্যু

Slider টপ নিউজ

গাজীপুর: ২৮ অক্টোবর বাড়ি থেকে ঢাকায় বিএনপির সমাবেশে রওনা হয়ে আর বাড়ি ফেরা হয়নি। রাস্তায় পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। সেই থেকে কারাগারে। আজ তার মৃত্যু হয়।

মৃত ব্যাক্তির নাম আসাদুজ্জামান হিরা খান(৫০)। তিনি শ্রীপুর থানার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের মৃত গিয়াস উদ্দিন খানের ছেলে। কাওরাইদ ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন হিরা খান।

কাওররাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক জানান, কাশিমপুর কারাগারে গতরাতে হিরা খান মারা গেছেন।

দলীয় ও নিহতের পারিবারিক সূত্র জানায়, ২৮ অক্টেবার ঢাকায় বিএনপির মহাসমাবেশে গিয়েছিলেন হিরা খান। সমাবেশে যাওয়ার পর তারা জানতে পারেন তিনি গ্রেপ্তার হয়েছেন। তার পর থেকে আদালতে একাধিকবার জামিন চেয়েও পাননি। আজ বৃহসপতিবার কাশিমপুর কারাগারে তিনি অসুস্থ হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আজ বেলা ১২টার দিকে তিনি হাসপাতালে মারা যান।

ঢাকা কেন্দ্রিয় কারাগার কাশিমপুর পার্ট-২ এর জেলার স্বপন কুমার ঘোষ সংবাদটি নিশ্চিত করে বলেছেন, আসামী কারাগারে অসুস্থ হয়ে গেলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *