বগুড়া-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এমপি পুত্র সনি

রাজশাহী


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন না পেয়ে এবার বাবার পরিবর্তে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে যাচ্ছেন এমপি পুত্র ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী জ্বনাব মোঃ- আসিফ ইকবাল( সনি)। তিনি বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের তিন বারের আওয়ামীলীগ মনোনীত বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমানের একমাত্র ছেলে।গত মঙ্গলবার, ২৮নভেম্ব/২০২৩, বিকেলে ধুনট উপজেলা ও ১০টি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে প্রকৌশলী জ্বনাব মোঃ- আসিফ ইকবাল-( সনি) বগুড়া-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন।প্রকাশ থাকে যে,গত ২৩ নভেম্বর/২৩, কেন্দ্রীয় আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়। বগুড়া-৫ আসনের নির্র্বাচনে ধুনট ও শেরপুর উপজেলার মোট ৯ জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশার আবেদনপত্র জমা দিয়েছিলেন। তন্মধ্যে দলীয় মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ- মজিবর রহমান-(মজনু)। আর মনোনয়ন বঞ্চিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত তিন বারের বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। ধুনট উপজেলা আ’লীগের মতবিনিময় সভায় এমপি পুত্র আসিফ ইকবাল সনি বলেন, আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠ, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতামুলক নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে দলীয় প্রতীকের পাশাপাশি দলের যে কোন নেতা বা যে কোন ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবে বলে ঘোষণা দিয়েছেন। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহনের ঘোষণা দিয়েছি। এতে আওয়ামীলীগ সহ সাধারণ মানুষের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি। তবে নেত্রী যদি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার করার ঘোষণা দেন তাহলে দলীয় কমান্ড মেনে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন আসিফ ইকবাল সনি। ধুনট প্লাজার শেখ কামাল অডিটোরিয়ামে ধুনট উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, গোলাম সোবাহান, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, রেজাউল করিম রেজা, যুগ্ন সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, শরিফুল ইসলাম খান, পৌর মেয়র এজিএম বাদশাহ, জেলা পরিষদের সদস্য ফজলুল হক, উপজেলা আ’লীগ নেতা গোলাম ওহাব, জয়নাল আবেদীন, শাহাদত হোসেন, ভান্ডারবাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, নিমগাছী ইউনিয়ন আ’লীগের সভাপতি আজমল হক, কালেরপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জিএম ফিরোজ লিটন, ধুনট সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি গোলজার হোসেন, গোসাইবাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, এলাঙ্গী ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি এমএ তারেক হেলাল, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, গোপালনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি জহরুল ইসলাম তছু, মথুরাপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মর্তুজার, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি পপি রানী সাহা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, সাবেক সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *