গাজীপুরের পাঁচ আসনের তিনটিতেই আ.লীগের নারী প্রার্থী

Slider গ্রাম বাংলা


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। পাঁচটি আসনের মধ্যে তিনটিতেই নারী প্রার্থী দিয়েছে দলটি। গাজীপুর-১ ও গাজীপুর-২ আসন বাদে বাকি তিনটি আসনে নারী প্রার্থীদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, গাজীপুর-১ আসনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনে বর্তমান সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত রহমত আলীর মেয়ে রুমানা আলী, গাজীপুর-৪ আসনে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের মেয়ে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি ও গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি মনোনয়ন পেয়েছেন।

গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে ২৬ জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। গাজীপুর-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন পাঁচ জন প্রার্থী। এ আসনের বর্তমান সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এছাড়াও এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার, ব্যবসায়ী নুরে আলম।

অপরদিকে গাজীপুর-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন পাঁচ জন প্রার্থী। এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন বর্তমান সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহসান উল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল। এছাড়াও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লা খান, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মোস্তাফা হুমায়ুন হিমু, গাজীপুর সিটির মেয়র প্রার্থী মেজবাহ উদ্দিন রুবেল মনোনয়ন চেয়েছিলেন।

গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন ছয় জন প্রার্থী। এর মধ্যে বর্তমান সংসদ সদস্য গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীর ছেলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয়, তার ছোট বোন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমানা আলী, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য সাখাওয়াত হোসেন খান ও আমিনুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।

গাজীপুর-৪ সংসদীয় আসনে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের মেয়ে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি ও কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা আলম আহমেদ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।

গাজীপুর-৫ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন আট জন প্রার্থী। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন বর্তমান সংসদ সদস্য মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, মো. রফিজ উদ্দিন, আব্দুল গণি ভূঁইয়া, প্রয়াত চিত্রনায়ক মো. ফারুকের ছেলে রওশন হোসেন শরৎ, মো. মোর্শেদ মোল্লা, গাজীপুর যুব মহিলা লীগের আহ্বায়ক শর্মিলী দাস মিলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *