গাজীপুরে চাঁদা না দেয়ায় একই পরিবারের ৪জন আহত

Slider গ্রাম বাংলা

 

IMG_20150803_185227

 

 

 

 

 

 

 

জাহিদুর রহমান বকুল/হাছিবুর রহমান

গাজীপুর অফিস: সদর উজলোর কোচপাড়া গ্রামে চাঁদা না দেয়fয় একই পরিবারের ৪জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর।

সোমবার(৩ আগষ্ট) বিকাল ৪টার দিকে গাজীপুর সদর উপজেলার হাতিয়াব কোচপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

আহতরা হলেন, মিঠুন বর্মন(২৬), তার ভাই অমিত বর্মন(৩০), মা মঞ্জুরী বর্মন(৫০) ও প্রতিবেশী শেখ শহিদুল্লাহ(৫০)।

আহতরা জানান, তারা বনের জায়গায় বাড়ি করে দীর্ঘপ্রদিন ধরে বসবাস করে আসছেন। প্রতিবেশী জনৈক সতেন বর্মন বন বিভাগের অসংখ্য জায়গা প্লট করে পরিজশন বিক্রি করেন। সম্প্রতি সতেন বর্মন তাদের নিকট মাসিক চাঁদা দাবি করে হুমকি দিয়ে আসছিল। অন্যথায় জমি থেকে উচ্ছেদ করা হবে বলে হুসিয়ারী দেয় সতিন বর্মন।

আহত মিঠুন বর্মন জানান, সোমবার সন্ধ্যায় চাঁদা দিবি কিনা জানতে সতিন বর্মন আমাকে ডেকে নেয়। আমি চাঁদা দিতে অস্বীকার করায় তিনি আমাকে মারধর করতে থাকেন। আমাকে বাঁচাতে এসে আমার ভাই মা ও এক প্রতিবেশী আহত হন।

আহতরা বহর্তমানে গাজীপুরস্থ শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

gazipur-midhon

 

 

 

 

 

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল হাসান,জানান, এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *