দেশ ‘মহাবিপদকাল’ পার করছে : খালেদা জিয়া

Slider জাতীয় টপ নিউজ রাজনীতি

_Khaleda-Zia
গ্রাম বাংলা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশ ‘মহাবিপদকাল’ পার করছে। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ‘জুলুমবাজ’ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল পূর্বাণীতে বিএনপি নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির-এনডিপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ইফতার পূর্ববর্তী ওই বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বলেন, দেশে এখনও অহরহ খুন-গুমের শিকার হচ্ছে মানুষ। এ অবস্থা চলতে পারেনা। এর অবসান ঘটাতে হলে দেশবাসীকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাই আহ্বান জানাবো, ঈদের পর ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে।
অতীতে বিএনপির আন্দোলনে জনগণ সমর্থন দিয়েছে-দাবি করে প্রাক্তন এ প্রধানমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপির ডাকে সাড়া দিয়ে মানুষ ভোট বর্জন করেছে। ভোটকেন্দ্রে না গিয়ে তারা প্রমাণ করেছে, জনগণ এ সরকারকে চায় না।
আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে-হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। দেশে শান্তি, নিরাপত্তা, জনগণের কল্যাণ এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।
এর আগে বিএনপি চেয়ারপারসন সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে হোটেল পূর্বাণীতে পৌঁছেন। তিনি বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে আমন্ত্রিতদের সাথে কুশল বিনিময় করেন।
মঞ্চে খালেদা জিয়ার সাথে ইফতার করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনপিপির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, ইসলামিক পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোবিন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুসলিম লীগের সভাপতি এইচ এম কামরুজ্জামান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ প্রমুখ।
এ ছাড়া বিএনপির নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য আর এ গণি ও মির্জা আব্বাস উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *