লোকসভার ২৭ কংগ্রেস সংসদ সদস্যকে বহিষ্কার

Slider সারাবিশ্ব

lok_bg_241067018ঢাকা: ‘বিশৃঙ্খলা’ সৃষ্টির অভিযোগে ভারতের লোকসভায় ২৭ কংগ্রেস সংসদ সদস্যকে সাময়িক বহিষ্কার করেছেন স্পিকার সুমিত্রা মহাজন।  সোমবার (০৩ আগস্ট) তাদেরকে ৫ দিনের জন্য বহিষ্কার করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।  লোকসভায় বিক্ষোভ প্রদর্শনের জন্য প্ল্যাকার্ড আনার ও কালো ব্যাজ ধারণের ব্যাপারে প্রধান বিরোধী দল কংগ্রেস সাংসদদের বারবার হুঁশিয়ারি দেওয়ার পরও তা না মানায় এ বহিষ্কারাদেশ দিলেন স্পিকার সুমিত্রা।  বর্ষা অধিবেশন শুরুর সময় থেকেই বিভিন্ন ইস্যুতে ভারতীয় সংসদের নিন্ম ও উচ্চকক্ষে বিক্ষোভ প্রদর্শন করে আসছে কংগ্রেস।  বহিষ্কারাদেশ দেওয়ার সময় তৃণমূল কংগ্রেস নেতা সুদ্বীপ বন্দোপাধ্যায় স্পিকারকে নমনীয় হওয়ার অনুরোধ জানালেও তিনি তা আমলে নেননি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।   এদিকে, সোমবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি দলীয় বৈঠকে শীর্ষ তিন বিতর্কিত ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতাকে অপসারণ না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন দলীয় সাংসদদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *