বাকৃবি ছাত্রলীগের কমিটি থেকে ৭৯ নেতাকর্মীর পদত্যাগ

Slider জাতীয় রাজনীতি

bangladesh_agerculature_sm_118991475বাকৃবি (ময়মনসিংহ): মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় ও হল কমিটি থেকে ৭৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন।  সংবাদ সম্মেলনে শাখা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে ৬৭ জন ও হল কমিটি থেকে ১২ জন নেতা পদত্যাগ করেন।  একইসঙ্গে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগ নামধারী ক্যাডারদের কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে বহিষ্কার করে নতুন কমিটি গঠনের দাবিও জানায় পদত্যাগকারীরা।  সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যান্টিনে গণপদত্যাগ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি অনাস্থা জ্ঞাপনকারী নেতাকর্মীরা।  শাখা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে সহ-সভাপতি মেহেদী আজম, জন, যুগ্ম-সম্পাদক খন্দকার তায়েফুর রহমান রিয়াদ, মাহবুবুর রহমান রাহাত ও রাকিব আল হাসান, সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দীন রুবেল, অনুপ দাস ও দীপঙ্কর মজুমদার রাহুল, দপ্তর সম্পাদক আতিক শাহরিয়ার সাজুসহ বিভিন্ন সম্পাদকীয় পদধারী ১১ জন, উপ-সম্পাদক ১৬ জন, সহ-সম্পাদক ৪ জন, সদস্য ২১ জনসহ মোট ৬৭ জন পদত্যাগ করেন।  বিশ্ববিদ্যালয়ের নবগঠিত ছাত্রলীগের বিভিন্ন হল কমিটি থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদধারী ১২ নেতাকর্মীও এ সময় পদত্যাগপত্র জমা দেন।  সংবাদ সম্মেলনে বর্তমান শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক খন্দকার তায়েফুর রহমান রিয়াদ লিখিত বক্তব্য পাঠ করেন।  লিখিত বক্তব্যে তিনি বলেন, শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ তাদের অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন ধরনের অপকর্ম ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডসহ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক নির্যাতনেও তারা জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আধিপত্য বিস্তার, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হামলা-ভাঙচুরসহ অস্ত্র মামলা রয়েছে।  তিনি আরও বলেন, কমিটির বিভিন্ন পদে থাকা নেতাকর্মীরা আর সভাপতি-সাধারণ সম্পাদকের অপরাজনীতির বলি হতে রাজি নয় বলেই কমিটি থেকে গণপদত্যাগের সিদ্ধান্ত নেয়। সেই সঙ্গে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব ছাত্রলীগ নামধারী ক্যাডারদের বাকৃবি ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।  ছাত্রলীগের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার লক্ষে অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করে নতুন নেতৃত্বের বিকাশ ঘটানোর জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীর দৃষ্টি আকর্ষণ করেন।  সংবাদ সম্মেলন শেষে শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আতিক শাহরিয়ার সাজুর কাছে পদত্যাগ পত্র জমা দেয় গণপদত্যাগকারীরা।  এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তার ফোন বন্ধ পাওয়া যায়।  উল্লেখ্য, এক বছরের জন্য গঠিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে গত বছরের ৮ মে। ১১৯ সদস্য বিশিষ্ট এই কমিটি থেকে ৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে, সাধারণ সম্পাদকসহ গ্রেফতার রয়েছে ৭ জন, বিভিন্ন মামলায় পলাতক রয়েছে ১০ জন এবং চাকুরিজীবীসহ অছাত্র রয়েছে ২০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *