ট্রেনে যেদিন থেকে কক্সবাজার যাওয়া যাবে

Slider জাতীয়


বহুল প্রতীক্ষিত দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ নভেম্বর) দুপুর ১টায় এর উদ্বোধন করেন। পরে দুপুর দেড়টার দিকে কক্সবাজার থেকে ট্রেনে চেপে রামুতে যান প্রধানমন্ত্রী।

দোহাজারী-কক্সবাজার রেলপথের উদ্বোধনের মধ্যদিয়ে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮তম জেলা হিসেবে যুক্ত হয়েছে কক্সবাজার।

এই রেলপথ উদ্বোধন হওয়ায় সকলের আগ্রহ কখন থেকে জনসাধারণের জন্য খুলে দেয়া হবে এ রেলপথ। এ বিষয়ে রেল সচিব হুমায়ুন কবির বলেন, ঢাকা থেকে ট্রেনে করে কক্সবাজারে যাওয়া যাবে আগামী ১ ডিসেম্বর থেকে।

এই রুটে ট্রেন চালু হলে, ঢাকা থেকে কক্সবাজার যেতে খরচ হবে মাত্র ১৮৮ টাকা। শুক্রবার (১০ নভেম্বর) কক্সবাজার রেলওয়ে স্টেশনের উদ্বোধনী প্রস্তুতি পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেল সচিব হুমায়ুন কবির এ তথ্য জানান।

তিনি বলেন, ১ ডিসেম্বর শুধু আন্তঃনগর ট্রেন চালু হবে। পরে কমিউটার ও মেইল ট্রেন চালু হবে। এছাড়া ভবিষ্যতে এই রুটে পর্যটক কোচ চালু করা হবে। শুধু ঢাকা নয়, উত্তরাঞ্চল ও দেশের অন্যান্য অংশ থেকেও কক্সবাজারে রেলপথে আসা যাবে। এতে করে যোগাযোগের নতুন পথ উন্মোচন হবে।

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *