শ্রীপুরে সিএনজি অটোরিকশায় আগুন

Slider গ্রাম বাংলা

ডেস্ক : গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিএনপি’র অবরোধে একটি সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিকেটারদের ছোঁড়া ইটের আঘাতে সিএনজি চালকসহ যাত্রীরা আহত হয়েছেন।

রোববার (৫ নভেম্বর) রাত ৮টার পর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার মাওনা সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

সিএনজি অটোরিকশার চালক আব্দুল ছালাম জানান, উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে জৈনাবাজার এলাকার দিকে যাচ্ছিলেন তিনি। এসময় সে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার মাওনা সিএনজি পাম্পের সামনে যাওয়া মাত্রই কয়েকজন যুবক চলন্ত সিএনজি’র সামনে এসে দাঁড়ায় এবং সিএনজিকে উদ্দেশ্যে করে ইট ছুঁড়তে থাকে। পরে সিএনজি থামানো মাত্রই গাড়িতে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় পিকেটারদের ছোঁড়া ইটের আঘাতে তিনিসহ যাত্রীরা আহত হলেও আগুন ধরানো আগেই যাত্রীরা নেমে যান।

মাওনা হাইওয়ে থানার ইন্সপেক্টর (ট্রাফিক) আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা আগুন দিয়েছে তা নিশ্চিত নয়, অভিযুক্তদের খোঁজা হচ্ছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *