মেধা ও যোগ্যতার ভিত্তিতে এসআই নিয়োগ হবে

জাতীয়

shahidul_SM_318407502ঢাকা: মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) নিয়োগ হবে বলে জানিয়েছেন পুলিশের ‍মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।  বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পুলিশ হেডকোয়ার্টাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি একথা জানান।  আইজিপির বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রভাবশালী ব্যক্তি বা মহলের  হস্তক্ষেপ করার সুযোগ নেই। তদবির ও অনৈতিক অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।  জননিরাপত্তা বিধানের জন্য পুলিশ বিভাগে সৎ, যোগ্য, কর্তব্যপরায়ণ ও কর্মঠ অফিসার দরকার। নিয়োগ প্রক্রিয়া নিয়মতান্ত্রিকভাবে হবে বলেও জানান তিনি।  নিয়োগ প্রত্যাশীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে যদি দালাল বা টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগ পাওয়ার চেষ্টার প্রমাণ মেলে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  গত ২৭ জুলাই স্বাস্থ্য ও প্রাথমিক বাছাই পর্বের পর লিখিত পরীক্ষার জন্য মোট ২৬ হাজার ৪শ ৫৭ জন যোগ্যতা অর্জন করেছেন। আগামী ০৭, ০৮ ও ০৯ আগস্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *