গাবতলীতে দীর্ঘ যানজট, হেঁটে হেঁটে রাজধানীতে ঢুকছে মানুষ

Slider ফুলজান বিবির বাংলা

শনিবার (২৮ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর প্রতিটি প্রবেশমুখে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি। বিভিন্ন গন্তব্য থেকে আসা গণপরিবহন, প্রাইভেটকার, ট্রাক, পিকআপের যাত্রীদের প্রবেশমুখগুলোতে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

রাজধানীর গাবতলী এলাকায় পুলিশের চেকপোস্টের কারণে যানজট গিয়ে ঠেকেছে আমিনবাজারে, প্রায় দুই কিলোমিটারজুড়ে। যানজট এবং গাড়ির ধীরগতির কারণে অনেক যাত্রী বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হেঁটে রাজধানীতে ঢুকছেন। গাবতলী এলাকায় শুক্রবার (২৭ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ পরিস্থিতি লক্ষ করা গেছে।

সাভারের বাইপাইল থেকে আসা এক মাদ্রাসার শিক্ষার্থী অনেক দূর হেঁটে গাবতলী পার হওয়ার সময় কথা হয় বাংলা ট্রিবিউনের সঙ্গে। তিনি বলেন, ‘আমিন বাজারের আরও আগে থেকে যানজট এবং অনেক সময় অপেক্ষা করে বাধ্য হয়েই হেঁটে রওনা দিয়েছি। দেখা যাক সামনে যদি কিছু পাই।’

চলছে পুলিশের তল্লাশি চলছে পুলিশের তল্লাশি

স্যানেটারি মেকানিক রাব্বী বলেন, ‘আজ শুক্রবার। সে কারণে ভাইয়ের বাসায় মানিকগঞ্জ গিয়েছিলাম। ফেরার পথে আমিনবাজারের আগে থেকেই জ্যামের কারণে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। বসে থাকলে আরও দেরি হবে, সে কারণে হেঁটেই গাবতলী পার হচ্ছি। মালিবাগ যাবো।’
বলেন, ‘বাড়ি গিয়েছিলাম, এখন ফিরছি। আমিনবাজারে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। গাড়ি চলছিল না, তাই বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, দেখি বাসায় যাওয়ার জন্য সামনে কিছু পাই কিনা।’

দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা চেক করছি। একটু যানজট সৃষ্টি হয়েছে। রাস্তায় ঢোকার মুখে গাড়ি চলাচল সচল রাখতে কাজ করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *