সাকিবদের ব্যর্থতায় ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

Slider খেলা


সামনে ৩৮৩ রানের পাহাড়সম লক্ষ্য। যখন জিততে হলে টপ অর্ডার ব্যাটারদের দারুণ কিছু করতে হবে, তখন-ই কিনা অধিনায়ক সাকিব আল হাসানসহ চার ব্যাটার দলকে খাদের কিনারায় রেখে আত্মহুতি দিয়ে ফিরলেন। মাত্র ৪২ রানে ৪ উইকেট হারাল বাংলাদেশ।

শুরুতে মনে হচ্ছিল, দেখেশুনে খেলছেন দুই ওপেনার। রান তোলার গতি ছিল মন্থর। এর মধ্যেই দলীয় মাত্র ৩০ রানের মাথায় ফিরে যান ওপেনার তানজিদ তামিম (১২)। এরপরের বলেই গোল্ডেন ডাক মেরে ফেরেন নাজমুল শান্তও।

দল যখন এরকম নাজুক পরিস্থিতির সম্মুখীন। তখন ব্যাটে আসলেন অধিনায়ক সাকিব আল হাসান। সমর্থকরা আশা করছিলেন- তিনি হয়ত ইনিংস মেরামত করবেন। কিন্তু না, তিনি যা করলেন, তাতে হতাশ পুরো দেশবাসী। ৪ বলে ১ রান করে উইলিয়ামসের বলে ক্লাসেনকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ফলে মাত্র ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর লিটন দাসের সাথে জুটি গড়ার চেষ্টা করেন মুশফিকুর রহিম। তিনিও টিকতে পারেননি বেশিক্ষণ। দলীয় ৪২ রানের মাথায় ১৭ বলে ৮ রান করে সীমানায় ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এর পরপর-ই অবশ্য ফিরে যান একপ্রান্ত আগলে রাখা লিটনও। শেষ পর্যন্ত ৪৩ বলে ২২ রান করতে পেরেছেন তিনি।

এখন ক্রিজে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ (৭ বলে ৮ রান) ও মেহেদী হাসান মিরাজ। দলীয় সংগ্রহ ১৫ ওভারে ৫৮ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *