মুজিবের কবরে কান পাতলেই তালপট্টি পাবেন

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ রাজনীতি সারাবিশ্ব

53398_shafiul-alam-prodhan_30606_39312

গ্রাম বাংলা ডেস্ক:  ২০ দলীয় জোট অন্যতম শকি দল জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, ভোটারবিহীন নির্বাচনে দায় শোধে তালপট্টি দিল্লীকে নজরানা দেয়া হয়েছে। আর এজন্য এখন বলছেন তালপট্টি কোথায় খুঁজে বের করুন। তিনি বলেন, তালপট্টির প্রশ্নে কোনো আপস নেই, আপস মানব না। ফেরত না পাওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে প্রধান বলেন, ‘আপনাকে বলি তালপট্টি কোথায় খুঁজে না পেলে বঙ্গবন্ধু মুজিবের কবরে কান পাতলেই জানতে পারবেন তালপট্টি কোথায়। কারণ ১৯৭৩ সালে প্রধানমন্ত্রী হিসেবে আপনার পিতা মরহুম শেখ মুজিবর রহমান সাহেবই অফিসিয়ালী প্রথম তালপট্টি দ্বীপের মালিকানা দাবি করেন।’

প্রধান বলেন, তালপট্টির কারণে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াকে বুকের রক্ত দিতে হয়েছে।

প্রধান বলেন, আওয়ামী লীগের ইতিহাস ষড়যন্ত্র ও চক্রান্তের ইতিহাস। গদির লোভে ওরা বার বার আমাদের আজাদীকে নিলামে তুলেছে। ৫২’র ভাষা আন্দোলন করেছি হিন্দীর দাসত্ব করার জন্য নয়। স্বাধীনতা সংগ্রাম করেছি কৃতদাস সরকার কায়েমের জন্য নয়। তিনি বেগম খালেদা জিয়া’র নেতৃত্বে আন্দোলনের জন্য তৈরী হতে সকলের কাছে আহবান জানান।
শুক্রবার এক হোটেল মিলনায়তনে গাজীপুর জেলা জাগপা আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। গাজীপুর জেলা জাগপা সভাপতি প্রিন্সিপাল হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন মাষ্টারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান। বক্তব্য রাখেন যুব জাগপা’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন, জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মাজাহারুল আলম। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল অধ্যাপক জালাল উদ্দিন, জামায়াত নেতা তানভীর হোসাইন, গোলাম সরওয়ার, ইসলামী ঐক্যজোটের সভাপতি ডাঃ রমজান আলী, বিজেপি’র সভাপতি আব্দুল বাতেন মোল্লা, জমিয়তে ওলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতী নাসির উদ্দিন, জেলা মজদুর লীগের আহ্বায়ক হাফিজুর রহমান এরশাদ, জেলা যুব জাগপা’র সভাপতি মীর ফরিদ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, জেলা জাগপা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুমন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *