জিন্দাবাদের অনুসারী পাকিস্তানের এজেন্ট সমুদ্রসীমার সমালোচনাকারীরা শিক্ষিত নয় : জয়

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা ফুলজান বিবির বাংলা রাজনীতি

DSC02684
গ্রাম বাংলা ডেস্ক: আওয়ামী লীগ ক্ষমতায় এলে সব সমস্যার সমাধান হয়ে যায় মন্তব্য করে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করেছে। শিক্ষা ক্ষেত্রে আমরা যত বই বিতরণ করি বিশ্বের অন্য কোনো দেশ তা পারেনি। স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকার কারণে এটা সম্ভব হয়েছে। কিন্তু ৭৫-এর পর থেকে অনেক মিথ্যা প্রচার করা হয়েছে। মিথ্যা প্রচার করে কিছুদিন চালানো যায়। বেশি দিন চালানো যায় না। তিনি আরো বলেন, যারা জিন্দাবাদের অনুসারী, তারা পাকিস্তানের এজেন্ট, যারা পাকিস্তানের এজেন্ট তাদের পাকিস্তানেই ফিরে যেতে হবে।
শুক্রবার বিকালে গুলশানের লেকশোর হোটেলে সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র ও ভবিষ্যত বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সমুদ্র বিজয় নিয়ে সরকারের সমালোচনাকারীদের সমালোচনা করে বলেন, সমুদ্র জয় নিয়ে যারা পত্রপত্রিকায় বেশি মতামত দিচ্ছেন আর টিভি টকশোতে সমালোচনা করছেন তাদের মৌলিক শিার অভাব রয়েছে। আর যে দল বাইরে বসে হাউকাউ করে তাদেরও শিক্ষার অভাব রয়েছে। বাংলাদেশ যে সমুদ্রের বিশাল অংশ জয় করে নিয়েছে তা যে তারা বুঝতে পারেননি, সেটা তাদের কাস ওয়ানের অংকও না বোঝার পরিচয় বহন করছে।
সভায় সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ এ আরাফাতের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী জাকের, ইউজিসির চেয়ারম্যান ড. এ কে আজাদ চৌধুরী, অর্থনীতিবিদ ড. আবুল বারকাত, সমকাল সম্পাদক গোলাম সারোয়ার, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ প্রমুখ।
জয় বলেন, সমুদ্র মামলার রায়ে ভারত পেয়েছে মাত্র ছয় হাজার, আর বাংলাদেশ পেয়েছে ১৯ হাজার বর্গকিলোমিটার। ভারত ও বাংলাদেশের প্রাপ্তির এ পার্থক্য সমালোচনাকারীরা করতে পারছেন না।
জয় বলেন, একাত্তরে যেমন রাজাকার ছিল, এখনও তাদের মতো দেশের বিরুদ্ধে কিছু ষড়যন্ত্রকারী রয়েছে। এই ষড়যন্ত্রকারীদের শিক্ষার দৌড় কতদূর আমরা তা ভালো করে জানি। কিন্তু ইদানীং তাদের পক্ষে যারা সাফাই গাইছেন তাদের শিক্ষাগত যোগ্যতাও স্পষ্ট হয়ে উঠেছে।
মিডিয়ার সমালোচনা করে জয় বলেন, মানুষ খারাপ খবর শুনতে বেশি পছন্দ করে। তারা ভালো খবর শুনতে চায় না। প্রতিযোগিতার কারণে মিডিয়াতে সত্যের সঙ্গে অনেক মিথ্যা মিশে যায়। আবার রাজনীতিবিদদের মিডিয়াকে ম্যানেজ করে চলতে হয়।
প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, দেশে ১৬ কোটি মানুষ বাস করেন, এদের মধ্যে ৯ কোটি ভোটার। যদি কোনো পরিবারের ১৬ ব্যক্তি কোনো বিষয়ে একমত হতে না পারেন, তবে ৯ কোটি মানুষ কোনো বিষয়ে যে একমত হবেন এমন কোনো কথা নেই, কিন্তু বেশির ভাগ লোকের মতামত নিয়ে সরকার পরিচালনা করাই গণতন্ত্র।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ ও পঁচাত্তরের হত্যাকাণ্ড গণতান্ত্রিক ছিল না উল্লেখ করে জয় বলেন, আমরা স্বাধীনতার স্বপলেক্ষর শক্তি নিয়ে কথা বললেও দেশের রাজনীতিতে এখনো এমন একটি পক্ষ আছে যারা স্বাধীনতায়ই বিশ্বাস করে না। তারা এখনও মনেপ্রাণে পাকিস্তানের অংশ হয়ে যেতে চায়। যারা জিন্দাবাদের অনুসারী, তারা পাকিস্তানের এজেন্ট, যারা পাকিস্তানের এজেন্ট তাদের পাকিস্তানেই ফিরে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *