দক্ষিণ গাজায় পানি সরবরাহ করছে ইসরাইল : যুক্তরাষ্ট্র!

Slider সারাবিশ্ব


ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলার পর ইসরাইল দক্ষিণ গাজায় পানি সরবরাহ করছে বলে দাবি করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। কিন্তু আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখনো পানি সরবরাহ শুরু হয়নি।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরাইলি কর্মকর্তারা তাকে জানিয়েছেন যে দক্ষিণ গাজায় পানির পাইপ চালু করা হয়েছে।

সিএনএন-এর স্টেট অফ দ্য ইউনিয়নে সুলিভান বলেছেন, ইসরাইলি কর্মকর্তারা তাকে সর্বশেষ পুনরুদ্ধারের উন্নয়নের কথা জানিয়েছেন।

তবে দক্ষিণ গাজার দু’টি শহর ফুখারি ও দেইর আলবালাহ থেকে আল জাজিরার প্রাপ্ত সংবাদে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পানি ছিল না।

সূত্র : আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *