বিশ্বকাপ : কোন দলের কত পয়েন্ট

Slider খেলা


আহমদাবাদে বিশ্বকাপ ম্যাচে শনিবার পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ১৯১ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। জবাবে প্রায় ২০ ওভার বাকি থাকতে ম্যাচ জিতে যায় ভারত। এই জয়ের ফলে নেট রানরেট অনেকটা বাড়ল ভারতের। শীর্ষে থাকা নিউজিল্যান্ডকে টপকে শীর্ষে পৌঁছে গেলেন রোহিত শর্মারা।

পাকিস্তানকে হারানোর পরে তিন ম্যাচে তিনটি জিতে ৬ পয়েন্ট ভারতের। রোহিতদের নেট রানরেট ১.৮২১। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ খেলে তাদেরও পয়েন্ট ৬। কেন উইলিয়ামসনদের নেট রানরেট ১.৬০৪। তিন নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দু ম্যাচে তাদের পয়েন্ট ৪। নেট রানরেট সব থেকে ভালো (২.৩৬০) তাদের। ভারতের কাছে হারলেও চার নম্বরে রয়েছে পাকিস্তান। বাবর আজমদের পয়েন্ট ৩ ম্যাচে ৪। তাদের নেট রানরেট -০.১৩৭।

বিশ্বকাপের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। দুই ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২। নেট রানরেট ০.৫৫৩। বাংলাদেশ রয়েছে ছয় নম্বরে। তিন ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২। সাকিব আল হাসানদের নেট রানরেট -০.৬৯৯। সাত ও আট নম্বরে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। দু’দলই দু’টি করে ম্যাচ খেলে দু’টিই হেরেছে। ফলে তাদের পয়েন্ট শূন্য। শ্রীলঙ্কার নেট রানরেট -১.১৬১। নেদারল্যান্ডসের -১.৮০০।

নিজেদের প্রথম দুই ম্যাচ হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দু’ম্যাচে তাদের পয়েন্ট শূন্য। অস্ট্রেলিয়ার নেট রানরেট -১.৮৪৬। পয়েন্ট তালিকার একেবারে শেষে আফগানিস্তান। দু’ম্যাচে তাদের পয়েন্ট শূন্য। আফগানিস্তানের নেট রানরেট -১.৯০৭।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *