ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে ওয়াশিংটনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান চীনের

Slider সারাবিশ্ব

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে ওয়াশিংটনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে চীন। শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে এক ফোনালাপে এই আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ও গাজার মধ্যকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মধ্যে ফোনালাপ হয়েছে। এ সময় এই সংঘর্ষ যেন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে চীনের সহায়তা চেয়েছেন ব্লিঙ্কেন। জবাবে ওয়াং ওয়াশিংটনকে ‘গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা’ পালন করার আহ্বান জানান।

ওয়াং বলেন, ‘পুরো বিশ্বে প্রভাব ফেলতে পারে, এমন সঙ্কট মোকাবিলা করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারা দেশগুলোকে অবশ্যই বস্তুনিষ্ঠতা ও ন্যায্যতা মেনে চলতে হবে। বজায় রাখতে হবে শান্তি ও সংযম। একইসাথে আন্তর্জাতিক আইন মেনে চলার ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ‘চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যত দ্রুত সম্ভব বেইজিং আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে ‘শান্তি আলোচনা’ আয়োজনের আহ্বান জানিয়েছে।’

সূত্র : রয়টার্স, বিবিসি ও অন্যান্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *