‘যে নামেই হোক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন’

Slider রাজনীতি

85047_lead

 

যে নামেই হোক নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়া। বলেছেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। সর্বশেষ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সেটা আবারও প্রমাণ হয়েছে। তাই আমি তত্ত্বাবধায়ক সরকার বলছি না, যে নামেই হোক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি। যে নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে। রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বার আইনজীবীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ জানে ক্ষমতা চলে গেলে সহসাই আর আসতে পারবে না। সেজনই তারা নির্বাচন দিতে চায় না। তবে জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। র‌্যাব-পুলিশ এ সরকারকে বেশিদিন ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না। ক্ষমতা থেকে নামলে তাদের পরিণতি হবে খারাপ। যদি তাদের শুভবুদ্ধির উদয় হয়, তবে এখনই সময়। দেশের জনগণের কথা ভেবে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করার। তিনি বলেন, কেন আমরা একে অপরের সঙ্গে কথা বলবো না? আমরা একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবো। জাতীয় স্বার্থে সব বিষয় নিয়েই আলোচনা করবো। বিএনপি চেয়ারপারসন বলেন, বিএনপিকে শেষ করা যাবে না। বিএনপির জন্ম এ দেশের মাটিতে। এর শিকড় মানুষের অনেক গভীরে। ওপর থেকে কেটে দিলে আবারও জেগে উঠবে বিএনপি।  এ সময় আগামী বার কাউন্সিলের নির্বাচনে জাতীয়তাবাদী পুরো প্যানেলকে নির্বাচিত করার জন্য আইনজীবীদের আহ্বান জানান খালেদা জিয়া। এর আগে রাত সোয়া ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ মতবিনিময় সভা শুরু হয়। বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মান্নান বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *