নিজস্ব সংবাদদাতা,গাজীপুর গাজীপুরে ধান ক্ষেতে ইঁদুর মারতে বিদ্যুতের তার ব্যবহারে বিদ্যুৎস্পৃষ্টে এক জেলে নিহত হয়েছে।
নিহত জেলে আহছান উল্লাহ (৪৪) লাহুড়ী গ্রামের বিল্লাত আলীর ছেলে। তাঁর ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর)বিকাল সাড়ে ৩ টায় কাপাসিয়ার লাহুড়ি গ্রাম থেকে বিদ্যুৎ তার পেঁচানো লাশ উদ্ধার হয়।থানার এস আই মো. তারিকুল ইসলাম এ তথ্য জানান।তিনি জানান, নিহত জেলে আহছান উল্লাহ বৃহস্পতিবার রাতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়।
নিহতের স্ত্রী শাহিদা জানান, রাতে আমার স্বামী মাছ ধরতে যায়।সে আর বাড়ী ফিরে আসেনি।অনেক খোঁজাখোজি করে আমার স্বামীর লাশ শামীম নামক এক ব্যক্তির ধান ক্ষেতে বিদ্যুৎ সংযোগসহ তার পেচানো অবস্থায় পাওয়া গেছে।আমি আইনগত ব্যবস্থা নিব।
লাহুড়ী গ্রামের ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, নিহত আহছান উল্লাহর পরিবার জানিয়েছে,বাড়ীর পাশে শামীম নামক এক কৃষকের ধান ক্ষেতে বিদ্যুৎতের তারের সাথে পেঁচানো অবস্থায় নিহত জেলের লাশ উদ্ধার হয়।
কাপাসিয়া থানার ওসি মো.আবু বকর মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।নিহতের পরিবারের সাথে কথা বলে বিস্তারিত জানানো হবে।