রাজধানীর সূত্রাপুরে স্বামীকে গাঁজা সেবন করিয়ে মাতাল করে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেছে দুই যুবক। বুধবার রাত ৩টার দিকে সূত্রাপুর থানার বানিয়ানগর এলাকার শ্রীখোলা মসজিদের পাশের একটি এ্যার্পাটমেন্টে এ ঘটনা ঘটে। ধর্ষিণের শিকার ওই নারী জানান, গতকাল রাতেই তার জন্মদিন ছিল। তার স্বামী রাকিব ওই বাড়ির নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করেন। সেই সুবাদে এলাকার ওই দুই যুবক তাকে কৌশলে ডেকে নিয়ে জুস ও গাঁজা সেবন করিয়ে মাতাল করে আটক করে রাখে। পরে নিচ তলায় এসে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ ব্যাপারে সূত্রাপুর থানার তদন্ত কর্মকর্তা রেজাউল হাসান জানান, এ পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আমরা অপারেশনে আছি।
