শান্তিতে নোবেল পেলেন ইরানের নার্গিস মোহাম্মদী

Slider সারাবিশ্ব

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ইরানের লেখক ও মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। বর্তমানে তিনি কারাবন্দী আছেন।

শুক্রবার এ পুরস্কার ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি।

৫১ বছর বয়সী নার্গিস মোহাম্মদী নারীদের অধিকার নিয়ে বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়েছেন এবং মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়েছেন।

বর্তমানে তিনি বিভিন্ন অভিযোগে ১২ বছরের কারাভোগ করছেন। তিনি তেহরানের এভিন কারাগারে বন্দী আছেন।

নার্গিস ২০০৩ সালে শান্তিতে নোবেল পাওয়া তারই স্বদেশী শিরিন এবাদির সংস্থা ‘ডিফেন্ডার্স অফ হিউম্যান রাইটস সেন্টারের’ উপপ্রধান।

নার্গিস মোহাম্মদী হলেন ১৯তম নারী যিনি ১২২ বছর ধরে দেয়া মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার পেলেন। এর আগে সর্বশেষ ২০২১ সালে ফিলিপাইনের মারিয়া রেসা যৌথভাবে রাশিয়ার দিমিত্রি মুরাতভের সাথে নোবেল পেয়েছিলেন।

১১ মিলিয়ন সুইডিস ক্রোনা (১ মিলিয়ন ডলার) মূল্যের এ পুরস্কার নরওয়ের রাজধানী অসলোতে আগামী ১০ ডিসেম্বর বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে। ১৮৯৫ সালের এই দিনে এ পুরস্কারটি প্রবর্তন করেছিলেন সুইডিস শিল্পপতি আলফ্রেড নোবেল।

সূত্র : রয়টার্স, আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *