যুবদলের গাড়িবহরে ছাত্রলীগের হামলা, আহত ৭

Slider বাংলার মুখোমুখি

পিরোজপুরের নাজিরপুরে যুবদলের গাড়িবহরে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নাজিরপুরে শহরের কাছে এ ঘটনা ঘটে।

এ হামলায় সাত নেতাকর্মী আহত হয়েছেন। তারা হলেন নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাজেদুল কবীর রাসেল, জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক শাহরিয়ার শিশির, সেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম রুম্মান, স্বরূপকাঠি স্বেচ্ছাসেবক দলের নেতা হোসাইন বাহাদুর, যুবনেতা মো. সবুজ, সুমন ও রাজু।

জানা গেছে, ৫ সেপ্টেম্বর পিরোজপুর জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির নেতারা ঢাকা থেকে ফেরার পথে নাজিরপুর উপজেলা যুবদল তাদেরকে শুভেচ্ছা জানাতে মহাসড়কে জড়ো হন। এ সময় নাজিরপুর উপজেলা ছাত্রলীগের নেতারা হামলা চালায়।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমীন জানান, যুবদলের গাড়িবহর থেকে শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়। এ সময় তাদের নিষেধ করলে কথা কাটাকাটি হয়। হামলার ঘটনা ঘটেনি।

উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ লিলন দাবি করেন, প্রধানমন্ত্রী সম্পর্কে কোনো কু-রুচিপূর্ণ স্লোগান দেওয়া হয় নাই। যুবদলের জনস্রোত দেখে ঈর্ষান্বিত হয়ে ছাত্রলীগ এ হামলা চালায়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘ছাত্রলীগ ও যুবদলের মধ্যে কোনো হামলার ঘটনা ঘটেনি। হোন্ডা শোভাযাত্রায় আমরা তাদের নিরুৎসাহিত করেছি। পরবর্তীতে আমাদের কথা মেনে নিয়ে তারা চলে গেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *