মরক্কোতে ৬.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত ৩০০

Slider সারাবিশ্ব


মরক্কোতে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির উত্তরে রাবাত থেকে দক্ষিণের সিদি ইফনি পর্যন্ত কেঁপে ওঠে। প্রাথমিক তথ্যে প্রায় ৩০০ জনের নিহত হওয়ার কথা জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক কেন্দ্র ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল এটলাস পর্বতমালার ওকাইমেডেনের স্কি রিসোর্টের কাছে। একটি মরক্কোর চতুর্থ বৃহত্তম নগরী মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। স্থানীয় সময় রাত ১১:১১ (২২১১ জিএমটি)-এ ভূমিকম্পটি আঘাত হানে।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার সকালে জানায়, অন্তত ২৯৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া চিকিৎসার জন্য ১৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, বেশির ভাগ ক্ষতি হয়েছে নগরী ও শহরের বাইরের এলাকায়। বিশেষ করে ঐতিহাসিক মারাকেশ নগরীর আশপাশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : সিবিএস নিউজ, আল জাজিরা, আরব নিউজ এবং অন্যান্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *