টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

Slider গ্রাম বাংলা


টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহসপতিবার(৩১ আগস্ট) দুপুরে টঙ্গী প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোকপাত করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও গাজীপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামসুন নাহার ভূঁইয়া।

টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রাজীব হায়দার সাদিম, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহিদুল কবির আনোয়ার, হুমায়ুন কবির বাপ্পি , কৃষক লীগ নেতা মোঃ এনামুল হক এলেম, যুব মহিলালীগ নেত্রী শিল্পী সাখাওয়াত , মোহাম্মদ নুরু সরকার, সিনিয়র সাংবাদিক কোষাধ্যক্ষ হাসান মামুন, বশির আলম, মাহবুবুর রহমান জিলানী, নজরুল ইসলাম, আলমগীর হোসেন, আওলাদ
আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দল অঙ্গ সংগঠন ও সুুশীল সমাজের নেতৃবৃন্দসহ ক্লাবের নির্বাহী পরিষদেহোসেন, মোস্তফা মিয়া, ইউনুস মিয়া, হিমেল প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন ও সুুশীল সমাজের নেতৃবৃন্দসহ ক্লাবের নির্বাহী পরিষদের সদস্য বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ, মুক্তিযুদ্ধের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *