বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলন শেষে আগামী ১১ সেপ্টেম্বর তিনি ঢাকায় আসবেন। পরের দিন ১২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন মাঁখো।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এমানুয়েল মাখোঁর বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
মাখোঁ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকায় আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এর আগে ২০২১ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে দ্বিপক্ষীয় সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। ওই আমন্ত্রণ রক্ষা করতেই মাখোঁ আগামী মাসে ঢাকা সফরে আসছেন।