সুষ্ঠু নির্বাচন বাংলাদেশীদের গণতান্ত্রিক অধিকার চর্চায় সহায়তা করবে : ব্রিটিশ রাষ্ট্রদূত

Slider জাতীয়

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, তার দেশ বাংলাদেশে ‘অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ’ নির্বাচনকে উৎসাহিত করছে।

রোববার (২৭ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও তার দলের সদস্যদের সাথে প্রথম বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার কুক সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সহায়তা করবে।

কুক বলেন, ‘আমাদের আলোচনার শুরুটা খুব গঠনমূলক ছিল।’

তিনি বলেন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন তারা।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, তারা নির্বাচনের সময় স্বাধীন পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও আলোচনা করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে।

সূত্র : ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *