বাসে উঠে ঢাকা কলেজের কয়েকজন ছাত্রকে পিটিয়েছেন আইডিয়াল কলেজের ছাত্ররা। এরমধ্যে গুরুত্বর অবস্থায় ঢাকা কলেজের দুই ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ রোববার আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহত ছাত্ররা হলেন- জিহাদ ও তুহিন। তার জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ওই বাসের আরেক ছাত্র ফাহাদ আমিন সিয়াম জানান, ‘আমরা পরিক্ষা দিয়ে কলেজের বাসে যাচ্ছিলাম। বাসটি আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যানজটে আটকা পড়ে। তখন আইডিয়াল কলেজের কয়েক শিক্ষার্থী তাদের, অন্য শিক্ষার্থীদের খবর দেয়। পরে তারা ১০-১২ জন ৪-৫টি মোটরসাইকেল নিয়ে এসে আমাদের গাড়িতে ওঠে হামলা চালায়। এসময় আমাদের কলেজের কয়েকজন ছাত্রকে তারা মারধর করে গুরুত্বর জখম করেন। তবে কী নিয়ে বিরোধ এ নিয়ে কিছুই জানিনা।’
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘আহত দুই শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসাধীন।’