জুনিয়র তামিমের কাছে যে চাওয়া সাকিবের

Slider খেলা

চোটের কারণে নিজেকে এশিয়া কাপ থেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। দলের ওপেনিং ব্যাটার হিসেবে ১৭ জনের দলে জায়গা পেয়েছেন তরুণ তানজিদ হাসান তামিম। সাম্প্রতিক এশিয়ান ইমার্জিং কাপ ও ঢাকা লিগে দাপুটে তামিমকেই দেখা গেছে। আসন্ন এশিয়া কাপেও তেমন তামিমকেই দেখার আশা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। তার সম্পর্কে জানতে চাওয়া হয়েছেল টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের কাছেও।

তানজিদ তামিমের প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি অনেক আশাবাদী। শুধু আমি না, পুরো দলই আশাবাদী। ও অনেক ভালো খেলবে। তাই বলে এমন না যে এই দুই ম্যাচ বা চার ম্যাচই ও যদি ভালো না করে তাহলে ভালো হতে পারবে না। আবার এমনও না যে এই চার ম্যাচে ভালো করলেই ও ভালো ক্রিকেটার হয়ে যাবে। সামনে অনেক সময় আছে। আমি আশা করবো, গত কিছুদিন যেভাবে ও পারফর্ম করে আসছে, যেখানেই খেলেছে তেমন পারফরম্যান্সই করে। ও যেন খেলাটা ইনজয় করে, ড্রেসিংরুম ইনজয় করে। আমাদের সবার দায়িত্ব ও যাতে স্বাচ্ছন্দ্য অনুভব করে সেই কাজ করা। ও যদি সেটা অনুভব করতে পারে তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারবে।’

আগামী ৩১ আগস্ট থেকে অনুষ্ঠেয় এশিয়া কাপের উদ্দেশে আগামীকাল রোববার দুপুরে ঢাকা ছাড়বে সাকিব আল হাসানের দল। তার আগেরদিন মিরপুর স্টেডিয়ামে বিসিবির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাকিব। এ সময় ছিলেন টাইগারদের হেড কোচ চান্দিকা হাতুরাসিংহেও।

এশিয়া কাপের লক্ষ্যের কথা বলতে গিয়ে এ সময় সাকিব বলেন, ‘আমাদের সামনে লক্ষ্য শুধুই এশিয়া কাপ। আপাতত আর কিছু ভাবছি না। এটা শেষ করে বিশ্বকাপের পরিকল্পনা করবো। এখন যদি বলতে হয় পরিকল্পনা শুধুই এশিয়া কাপ। আরও সংক্ষিপ্ত করে বললে লক্ষ্য আফগানিস্তান ও শ্রীলংকার ম্যাচ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *