রাজনীতিতে আসছেন হিরো আলম

Slider বিনোদন ও মিডিয়া


আওয়ামী লীগ-বিএনপিসহ চারটি রাজনৈতিক দলে যোগদানের প্রস্তাব পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তাই দলীয় প্রতিকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, আপনাদের জন্য একটি সুখবর আছে সেটা হলো, আমি চার দল থেকে প্রস্তাব পেয়েছি। দলগুলো হলো- বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এই দলগুলোর মধ্যে থেকে যেকোনো একটি দলে যোগদান করে দলীয় প্রতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসছি।

কোন আসন থেকে নির্বাচন করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার তো আসন তিনটি। বগুড়ায় দুটি এবং ঢাকায় একটি। দল থেকে করতে হলে তো একটা আসন থেকেই করতে হবে। দল যে আসন দেবে সেই আসন থেকেই নির্বাচন করব।’
বিএনপিসহ বড় বড় দলগুলো বলছে, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না। এ অবস্থায় কি আপনি এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন? হিরো আলম বলেন, ‘সবগুলো দল যদি নির্বাচনে যায় তাহলে আমি নির্বাচনে যাব।’

এর আগে, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন হিরো আলম। সবশেষ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এ পর্যন্ত কোনোটিতেই জয়ের দেখা পাননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *