মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি :-২০০৪ সালের ২১ শে আগস্ট গ্রেনেড হামলা দিবস বার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ২১, আগস্ট বিকেলে বগুড়া জেলার শেরপুর পৌর শহরের টিএনটি অফিসের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সৈয়দ শামীম ইফতেখার, যুবনেতা এমএ হান্নান, আরিফ মোল্লা, বেলাল হোসেন রুবেল, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুদুন্নবী রাসেল, শেরপুর পৌর যুবলীগের সভাপতি ফেরদৌস সরকার মকুল, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান সরকার, সাবেক ছাত্রনেতা আবুবক্কর সিদ্দিক, সোহেল রানা, বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ।এ সময় বক্তারা, ২১ শে আগস্টের গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী ও মদতদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশ শেষে উপজেলা থেকে ধুনটমোড় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।