বিএনপির নারী নেত্রীদের নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। পুলিশের বাধা উপেক্ষা করে আজ রোববার বিকেলে তারা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
এসময় উপস্থিত বিএনপির নারী নেত্রীরা বলেন, ‘তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বিএনপির নারী নেত্রীদের নিয়ে যে মন্তব্য করেছেন, তা শুধু কুরুচিপূর্ণই নয়, বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। নারীদের নিয়ে এ ধরনের জঘন্য বক্তব্য কোনো সভ্য ও ভদ্র পরিবারের সন্তান দিতে পারেন না।’
তারা বলেন, ‘এই অবৈধ সরকারকে এখনই পদত্যাগ করতে হবে। কারণ এই অবৈধ সরকারের জন্যই বাংলাদেশের নারী সমাজ দীর্ঘদিন যাবৎ নির্যাতিত।’
বিক্ষোভ সমাবেশে আফরোজা আব্বাস বলেন, ‘কথায় আছে ‘বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়’, এই হাছান মাহমুদ আওয়ামী লীগের ফল। সে ফল তো এমন কথা বলবেই। এই বৃক্ষ যত দিন থাকবে এমনই ফল ফলবে। সুতারাং বৃক্ষটাকে উপড়ে ফেলতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি জানি না হাছান মাহমুদের মা বেঁচে আছেন কিনা! যদি তিনি পরপারে গিয়ে থাকেন তাহলে তো তিনি বেঁচেই গেছেন। না হলে তারও মুখ দেখানোর উপায় থাকতো না এই কুলাঙ্গার সন্তানের জন্য। হাছান মাহমুদ কি করে ভুলে গেলেন যে, তিনিও একজন নারীর গর্ভে জন্ম নিয়েছেন। তিনি তার মাকে অপমান করেছেন। তিনি অপমান করেছেন এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।’
এ সময় নারী নেত্রীদের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। নারী নেত্রীরা হাতে ঝাড়ু নিয়ে এ মিছিলে অংশ নেন।
এর আগে গত ১১ আগস্ট শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বিদেশিদের কাছে গিয়ে কোনো লাভ নেই। রাত-বিরাতে মহিলা নেত্রীদের সাজগোজ করিয়ে নিয়ে বিদেশিদের কাছে ধরনা দেয়া দয়া করে বন্ধ করুন। এতে কোনো লাভ হয় না।’