টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: টঙ্গী পশ্চিম থানা পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে ঢাকা-মংমনসিংহ মহাসড়কের পাশ থেকে চার জন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে।
বৃহসপতিবার(১০ আগস্ট) টঙ্গী পশ্চিম থানার ওসি মো: শাহ আলম এই তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ মিলু (২৩), ইয়ামিন ইসলাম (২০), মেহেদী হাসান (২০) ও মোঃ আরিফুল (২০)। এরা টঙ্গীর বিভিন্ন জায়গায় ভাড়া থেকে ডাকাতি করত।
পুলিশ জানায়, বুধবার মধ্যরাতে দক্ষিণ আরিচপুর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের উত্তর-পূর্ব পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পাকা রাস্তায় ডাকাতি প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে চার ডাকাত গ্রেপ্তার হয়। তাদের দখল থেকে চারটি চাকু উদ্ধার হয়। এই বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে বলে জানায় পুলিশ।