ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং

Slider গ্রাম বাংলা


সামদানি হোসেন বাপ্পী ময়মনসিংহ। মজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি সহ গৃহপ্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ও ময়মনসিংহ সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা উপলক্ষে গত ৭ আগষ্ট ময়মনসিংহ সদর উপজেলায় প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। প্রেস ব্রিফিং এ ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন জাতির পিতার স্বপ্ন ও আকাঙ্ক্ষা বজায় রেখে ক্ষুধা মুক্ত ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন আশ্রয়-২ প্রকল্প। মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী গৃহ নির্মাণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। ময়মনসিংহ সদর উপজেলার মাননীয় সংসদ সদস্যের নির্দেশনা ও জেলা প্রশাসন এর সার্বিক তত্ত্বাবধানে মহতি কাজে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা টাক্সফোর্সের সকল সম্মানিত সদস্যবৃন্দ, উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ সহ অন্যান্য জন প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সার্বক্ষণিক সহযোগিতা করেছেন এবং এ সহযোগিতা অব্যাহত রেখেছেন। ময়মনসিংহ সদর উপজেলায় মোট ৮৮ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকার মধ্যে ১ম পর্যায়ে ২৫০ টি ২য় পর্যায়ে ৭৫ টি ৩য় পর্যায়ে ১২০ টি ৪র্থ পর্যায়ে ২৯০ টির মধ্যে ১ম ধাপে ১১৪ টি পূর্ণবাসন করা হয়েছে এবং ১৭৬ টি গৃহ প্রদানের মাধ্যমে ৭৩৫টি গৃহ নির্মাণ করে পুনর্বাসন করা হচ্ছে এবং ৬৫ টি পরিবারকে বিভিন্ন গুচ্ছগ্রাম ও আবাসন আশ্রয়নে পূর্ণবাসিত করে ময়মনসিংহ সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হচ্ছে। গৃহের পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হতে টিউবওয়েল বসানো হয়েছে।৪র্থ পর্যায়ে ২য় ধাপে আগামী ৯ আগস্ট ২০২৩ খ্রি: তারিখে মাননীয় প্রধানমন্ত্রী সকাল ০৯.১৫ ঘটিকায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৬৪ জেলায় ২২১০১টি সেমি পাকা ঘর ও দুই শতক জমিসহ ভূমিহীন ও গৃহীন পরিবারের মধ্যে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এর পরপরই সারা দেশে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারগণ, উপস্থিত অতিথিবৃন্দ, স্থানীয়ভাবে উপকার ভোগীদের সাথে মতবিনিময় করবেন।এ বিশাল কর্মযজ্ঞে বিভিন্ন সময় পরামর্শ সহযোগিতা প্রদানকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ও প্রধান মন্ত্রীর এই সাফল্যকে দেশবাসীর সামনে তুলে ধরার জন্য অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *