নারী আসলে কীসে আটকায়, জানালেন সোহানা সাবা

Slider বিনোদন ও মিডিয়া


সম্প্রতি বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগরি। দুজনের সম্মতিতেই ১৮ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন তারা। ঘটনাটি নিয়ে বাংলাদেশের নেটদুনিয়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা। এই দম্পতির বিচ্ছেদের ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একটা কথাই ঘুরে বেড়াচ্ছে, ‘নারী আসলে কীসে আটকায়?’

এমন প্রশ্নের জবাবে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছেন। এবার সেই তালিকায় নাম লিখালেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। আজ সোমবার তিনি বিষয়টি নিয়ে কথা বলেছেন ফেসবুকে।

দীর্ঘ স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, ‘মেয়েরা আসলে কীসে আটকায় জানেন? না জেনে থাকলে শোনেন। ছেলে হোক আর মেয়ে, শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করেন না, খুব ক্ষ্যাত এসব আলোচনা। যাকে ভালোবাসেন তাকে শুধু নিঃস্বার্থের মতো ভালোবেসে যান, তাহলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না।’

এই অভিনেত্রীর ভাষায়, ‘আর তারপরও যদি সে চলে যায়, তাহলে বুঝে নেবেন সে কোনোদিন আপনার ছিলই না। তাকে খুব কষ্ট হলেও যত দ্রুত সম্ভব ভুলে যাওয়াটাই ভালো। কারণ আপনার “রাইট পার্সন” আপনার জীবনে প্রবেশ করার জন্য “রাইট টাইম” আর “ভ্যাকান্সি”র ওয়েট করছে বা সৃষ্টিকর্তা সেই পরিস্থিতিই তৈরি করে দিচ্ছে।’

সিনেমার প্রসঙ্গ টেনে সাবা লিখেছেন, ‘এবার আসা যাক আমাদের সিনেমা হলের দর্শকরা কিসে আটকায়। শাকিব খানে আটকায়, সিনেমার হিট গানে আটকায়, ভালো গল্পে আটকায়, ভালো সিনেমায় আটকায় অথবা ‘পাবলিসিটি স্টান্ট’ এ আটকায়।’

সবশেষে নিজের সিনেমার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার অভিনীত সিনেমা “অসম্ভব”। যেখানে শাকিব খান নাই, কিন্তু পরিচালক অরুণা বিশ্বাস আছেন, একটা ভালো গল্প আছে, সুন্দর এরেজমেন্ট আছে, সুন্দর গান আছে, দেশের কথা, পরিবারের কথা, যাত্রার কথা আছে, সুন্দর লোকেশন আছে, শীতের রাতে আমার বৃষ্টিতে ভেজার গল্প আছে, অগণিত গুনী শিল্পীদের সেরাটা দেওয়ার চেষ্টা আছে। এবার আমি সত্যিই আশাবাদী, দর্শকরা সিনেমা হলে আসলে আটকিয়ে পড়বেই পড়বে।’

উল্লেখ্য, খুব শিগগিরই মুক্তি পাচ্ছে সোহানা সাবা অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘অসম্ভব’। এটি পরিচালনা করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। যাত্রাশিল্প ও যাত্রাশিল্পীদের গল্প নিয়ে নির্মিত এই সিনেমার বিভিন্ন চরিত্রে আছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, গাজী আবদুন নূর, শাহেদ, স্বাগতা, যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাসসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *