হিজবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ততা, ঢাবির ৫ ছাত্র বহিষ্কার

Slider শিক্ষা

dabiSM_414681394

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন শ্রেণীকক্ষে গিয়ে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের লিফলেট ও সিডি বিতরণ করায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।

ওই ভবনে রাখা ক্লোজসার্কিট ক্যামেরায় তাদের কর্মকাণ্ড ধরা পড়লে প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী তাদের এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (০৯ জুলাই) ঢাবি জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত ছাত্ররা হলেন, ম্যানেজন্টে ১৭তম ব্যাচের নূরে আলম মো. সিহাব উদ্দিন (সূর্যসেন হল), একই বিভাগের মো. সাইদি হাসান সজিব (বিজয় একাত্তর হল), অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেসম বিভাগের ১৬তম ব্যাচের তারিকুল ইসলাম, একই বিভাগের ১৮তম ব্যাচের নকিব ফারহান এবং মো. আলমগীর হোসেন।

তবে সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের মেয়াদকাল উল্লেখ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *