বায়তুল মোকাররমে পুলিশের কড়া নিরাপত্তা

Slider রাজনীতি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার জামায়াতে ইসলামী সমাবেশ কর্মসূচি দিয়ে রাখলেও তাদের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অনুমতি না পেয়ে কর্মসূচি স্থগিত করেছে দলটি। তবে সকাল থেকেই বায়তুল মোকাররম এলাকায় কড়া নিরাপত্তা দেখা গেছে।

শুক্রবার জুম্মার দিন দুপুর ১২টার পর থেকেই বায়তুল মোকাররম এলাকায় দাঙ্গা পুলিশের সতর্ক অবস্থান লক্ষ করা যায়।

এদিকে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী ৬ আগস্ট বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে দলটি।

গত ১ আগস্ট রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। তবে ডিএমপির পক্ষ থেকে ওই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। এরপর আজ শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত নেয় দলটি। সেখানে বেলা আড়াইটায় সমাবেশ করার ব্যাপারে পুলিশের সহযোগিতা চেয়ে আবেদন করে তারা। তবে এবারও তারা অনুমতি পায়নি।

এদিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষে নিহত মাদরাসা ছাত্র হাফেজ রেজাউল করিম এর হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে জুম্মার নামাজের শেষে বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *