ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকদের যা জানাল বিএনপি

Slider রাজনীতি


দেশের সাম্প্রতিক রাজনৈতিক চালচিত্র ঢাকায় অবস্থানরত বিদেশি কুটনীতিদের কাছে ব্যাখ্যা করেছে বিএনপি। আজ বুধবার বিকেলে গুলশানের হোটেল লেকশোরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কূটনীতিকদের এ ব্রিফিং করেন।

ঘণ্টাব্যাপী ব্রিফিংয়ের পর দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আজকে বিষয়টা ছিল ব্রিফিং। বিশেষ করে বর্তমান রাজনৈতিক ঘটনাবলি, কি ঘটছে… ২৯ তারিখের আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার ও সরকারিদলের অস্ত্রধারী সন্ত্রাসীদের যে যৌথ কর্মকাণ্ড, মিথ্যা মামলা, গ্রেপ্তার ইত্যাদি বিষয়গুলো আমরা বলেছি।’

আমির খসরু বলেন, ‘বাংলাদেশে যারা গণতন্ত্র বিশ্বাস করে, গণতন্ত্র দেখতে চায়, গণতান্ত্রিক অর্ডার দেখতে চায়, মানবাধিকার দেখতে চায়, তাদের (কূটনীতিকদের) জানা দরকার। এ কথাগুলো আমরা আগে প্রেস ব্রিফিংয়ে বলেছি। আজকের ডিপ্লোম্যাটিক ব্রিফিংয়ে এই কথাগুলো বলেছি।’

তিনি বলেন, ‘কারণ তারা জানতে চান, কি হচ্ছে বাংলাদেশে? নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে যে পথে চলছে… ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে… বিচার বিভাগকে ব্যবহার করা, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করা… প্রতিনিয়ত হচ্ছে।’

এ সময় আমির খসরু বলেন, ‘যত ঘটনা ঘটবে আমরা আপনাদের কাছে তুলে ধরব, সবাইকে বলব।’

গত ২৮ ও ২৯ জুলাই যথাক্রমে ঢাকায় বিএনপির মহাসমাবেশ ও প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে পুলিশ ও সরকারি বাহিনীর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার, নির্যাতনের ঘটনাও কুটনীতিকদের বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

আপনাদের বক্তব্যের পর বিদেশি কুটনীতিকরা কী বলেছেন, জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমরা তো সার্বিক পরিস্থিতি ব্রিফ করেছি। উনাদের বলার বিষয় নয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশে ও দেশের বাইরে এদের (এই সরকার) অধীনে যে নির্বাচন হবে না … এটা পরিষ্কার হয়ে গেছে। সে জন্য তো নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথাটা এসেছে।’

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য এনামুল হক চৌধুরী, শামা ওবায়েদ, আসাদুজ্জামান আসাদ, নওশাদ জমির, অনিন্দ্য ইসলাম অমিত, তাবিথ আউয়াল, ব্যারিস্টার মীর হেলাল, ইশরাক হোসেন, ফাহিমা নাসরিন মুন্নী, রুমিন ফারহানা, ফারজানা শারমিন পুতুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *