টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: টঙ্গী পশ্চিম থানা পুলিশ ৪৪ হাজার টাকা মূল্যের ২২০ পুড়িয়া হেরোইন সহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
বুধবার(২আগস্ট) সকালে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই সংবাদ জানায়। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিন আরিচপুর হোন্ডা রোড সংলগ্ন সেনাকল্যাণ ভবনের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রয় করাকালে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী মোঃ নাইম (৩০), রফিকুল ইসলাম (৪০) ও রবিউল ইসলাম (২৭) গ্রেপ্তার হয়। তাদের দখল থেকে ৪৪ হাজার টাকা মূল্যের ২২০ পুড়িয়া হেরোইন (২২ গ্রাম) উদ্ধার করা হয়। আসামীরা সকলেই টঙ্গীর আরিচপুর এলাকার বাসিন্দা।
টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, এ বিষয়ে মামলা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে ও অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।