সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা

Slider সারাবিশ্ব


মিয়ানমারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটির বেসামরিক নেত্রী অং সান সু চিকে আটকে রাখা হয়েছে। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় মিডিয়াতে বলা হয়েছে, জান্তা সরকার সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে।

খবরে বলা হয়েছে, রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের চেয়ারম্যান সংশ্লিষ্ট আদালতের সাজাপ্রাপ্ত আসামি অং সান সু চিকে ক্ষমা করেছেন। একই সঙ্গে ৭ হাজারেরও বেশি বন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

এদিকে মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। গতকাল সোমবার দেশটির ন্যাশনাল ডিফেন্স ও সিকিউরিটি কাউন্সিল (এনডিএসসি) জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মত হয়।

এর ফলে জান্তা সরকার আগস্টে নির্বাচন দেওয়ার অঙ্গীকার করলেও তাতে বিলম্ব ঘটবে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।

মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআরপিভি বলছে, পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি এ কারণ দেখিয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সুই জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এটি আজ ১ আগস্ট থেকে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *