সমাবেশের জন্য আর অনুমতি নেবে না বিএনপি

Slider রাজনীতি

জনগণই বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়ে দিয়েছে, তাই আর কোনো অনুমতি নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে সভাপতির বক্তব্যে মির্জা আব্বাস এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা আব্বাস বলেন, ‘এ সরকার গতকাল বৃহস্পতিবার রাত থেকে রাজধানীর বিভিন্ন হোটেল থেকে, রাস্তা থেকে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। একসাগর পানি থেকে এক মগ পানি গেলে সাগরের কিছু আসে যায় না। আমাদেরকে নির্দিষ্টস্থানে সমাবেশ করতে দিতে চায় না। তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারে, আমরা করলে নাকি সমস্যা। আজকে জনগণ রায় দিয়েছে বিএনপি আগামীতে যে স্থানে সমাবেশ করতে চায়, সে জায়গায়ই করবে।’

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘আজকে আপনারা বৃষ্টিতে ভিজে মার খেয়ে এই মহাসমাবেশে আছেন, তা দেখে আমি উজ্জীবিত হয়েছি। আমি কর্মীদের মাঝে আন্দোলনের স্প্রিট দেখতে পেয়েছি। এ সরকারের পতন সন্নিকটে।’

তিনি আরও বলেন, ‘এ সরকারের আর সময় নেই। নেতাকর্মীদের আটক করে রেখেছেন। জেলখানায় যারা আছেন তারা অনেক কষ্টে আছেন। আমি মানবাধিকার কর্মীদের অনুরোধ করব একবার জেলখানায় দেখে আসুন তারা কী রকম কষ্ট করছে।’

মির্জা আব্বাস বলেন, ‘আমি সরকারকে অনুরোধ করব। এখনও সময় আছে পদত্যাগ করুন, নতুবা জনগণ আপনাদের ক্ষমা করবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *